মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সোনার অলংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৫৮ পিএম

সোনার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের হার ও সোনার অলংকার বিক্রিতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ন্যূনতম ৬ শতাংশ মজুরি নির্ধারণ করা হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার বাজুস থেকে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। আগে সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত