এক সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডার এখন জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অনিয়মিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে স্কোয়াডে থাকবেন না তা আগে থেকেই ধারণা ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলের সঙ্গে না থাকলেও, শুভকামনা জানিয়েছেন ফেসবুক পোস্টে।
আজ (বুধবার) রাতে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে। দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন শান্ত-সাকিবরা।
বিশ্বকাপের আগে বাংলাদেশ শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে।
নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে শান্তদের শুভকামনা জানিয়ে মিরাজ লিখেছেন, 'দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...। টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।'
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী হাসান মিরাজ।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ২০২২ সালে অবসর নেওয়া ব্যাটসম্যান মুশফিকুর রহিমও বিশ্বকাপ খেলতে যাওয়া দলের জন্য শুভকামনা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।