শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

গফরগাঁওয়ে লড়িচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ মে ২০২৪, ০৪:৩৮ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লড়ির ধাক্কায় আল মামুন রাব্বী (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত ও আরাফাত (১৭) নামে অপরজন গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার সকালে গফরগাঁও টু রসুলপুর সড়কের ময়নার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্থানীয় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুরুতর আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে।

জানা যায়, সকালে মোটরসাইকেলে করে আল মামুন রাব্বী ও আরাফাত ইংরেজি প্রাইভেট পড়তে গফরগাঁও পৌর শহরে আসে। বাড়ি ফেরার পথে গফরগাঁও টু রসুলপুড় সড়কের ময়নার মোড়ে পেছন দিক থেকে একটি লড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত আরাফাতকে স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতে নিয়ে যায়।

জরুরি বিভাগের চিকিৎসক তাওহীদ ইবনে আলাউদ্দিন বলেন, স্থানীয়রা আল মামুন রাব্বীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত