মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কোপা শুরুর আগে অবসর নিলেন নাভাস

আপডেট : ২৪ মে ২০২৪, ০৮:১১ পিএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেইলর নাভাস। কোপা আমেরিকার আগে নাভাসের অবসরের এই ঘোষণা কোস্টারিকার জন্য বড় ধাক্কাই।

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নাভাস কোস্টারিকার হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন। দলটির হয়ে তিনটি বিশ্বকাপ খেলা নাভাস বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ আর ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নাভাস বলেছেন, 'অম্লমধুর এক অনুভূতি। জাতীয় দলে আমার ক্যারিয়ারের সমাপ্তি এখানেই।'

পিএসজি থেকে ধারের চুক্তিতে নটিংহাম ফরেস্টে খেলা ৩৭ বছর বয়সী এই গোলকিপার বলেন, 'আমার জীবনের এই অধ্যায়টা চ্যালেঞ্জে ঠাসা ছিল, অনেক হার আর জয়ের সমন্বয়। সবকিছুর ইতি হলো। হৃদয়ের ভেতরে অনেক কৃতজ্ঞতা আর চোখ সামনের দিকে রেখে আমি চলে যাচ্ছি। সব সময় আমার হৃদয়ে থাকবে আমাদের ভালোবাসার কোস্টারিকা, একটা ছোট দেশ কিন্তু বড় হৃদয়।'

গেল মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি নাভাসের কোস্টারিকা জার্সিতে শেষ ম্যাচ হয়ে থাকলো। কোস্টারিকার অধিনায়কত্বও করেন তিনি।

রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই গোলকিপার নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত