আমার মা, আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ও একজন আদর্শ মা। আমি আমার মায়ের অনেক আদরের ও একমাত্র বড় মেয়ে। মা জীবনে অনেক কষ্ট করেছে, শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। তবুও কোনোদিন আফসোস করেনি বা আমাদের প্রতি অভিযোগ রাখেনি। মা আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন, বিশেষ করে আমায় নিয়ে। তিনি ভাবেন, একদিন আমরা সফল হবো, মায়ের দেখা সব স্বপ্ন পূরণ হবে আর আমাদের নিয়ে সমাজে গর্ববোধ করতে পারবে। মা সবসময় আমার সঙ্গে বান্ধবীর মতো মিশেছে। আমার সব আবদার পূরণ করার চেষ্টা করেছে। আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কোনো ভুল করলে বা ভেঙে পড়লে বুঝিয়ে বলেছে, অনুপ্রেরণা দিয়েছে। মাকে কষ্ট দিলেও কখনো অভিশাপ দেয়নি, বরং ক্ষমা করে দিয়েছে। আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা।
অনেক ভালোবাসি ‘মা’, সারাজীবন এভাবেই পাশে থেকো। তোমার সব স্বপ্ন একদিন পূরণ করব ইনশাআল্লাহ।
তাসমিয়া ইসলাম নাবিলা
শিক্ষার্থী, সদর থানা রোড, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ