ঘূর্ণিঝড় রিমালের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর নদী বন্দর থেকে রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ১২টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করা হয় বলে জানান চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা মো. নাহিয়ান হোসেন।
তিনি বলেন, আসন্ন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার রাত ১২টা থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর) থেকে ইলিশাঘাট (ভোলা) নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে নৌযান বন্ধ থাকবে।
এর আগে শনিবার সন্ধ্যায় মেঘনা নদীর তীরে ও লঞ্চঘাট এলাকায় পূর্ব সতর্কতা হিসেবে মাইকিং করেছে নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, জেলে, স্থানীয় বাসিন্দা ও চরাঞ্চলে চলাচলকারী যাত্রী এবং মালবাহী ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে সতর্ক করে দেওয়া হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা, গবাদিপশু, শিশুসহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নৌপুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়েছে।