মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

অর্থনৈতিক ফোরামে তালেবানকে আমন্ত্রণ রাশিয়ার

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:৪৫ এএম

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে রুশ সরকার। এটি রাশিয়ার সর্ববৃহৎ বার্ষিক অর্থনৈতিক ফোরাম। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় এশীয় বিভাগের পরিচালক জামির কাবুলভ বার্তা সংস্থা তাসকে বলেন, আগামী ৫ থেকে ৮ জুন অনুষ্ঠেয় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। আফগান নেতারা মূলত রাশিয়া থেকে তেলপণ্য কিনতে আগ্রহী।

সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় রাশিয়া। তারই ইঙ্গিত হিসেবে এই আমন্ত্রণ। কাবুলভ বলেন, রাশিয়ার পররাষ্ট্র ও বিচারবিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে অবহিত করেছেন। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে রাশিয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তালেবান। তবে মস্কো ধীরে ধীরে কাবুলের নতুন শাসকদের সঙ্গে সম্পর্কোন্নয়ন করছে।

ইউক্রেন যুদ্ধের আগে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পশ্চিমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী ও বিনিয়োগ ব্যাংকাররা যোগ দিতেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত