বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কয়েলের আগুনে ১৮ গরু-ছাগল পুড়ে ছাই

আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:১৮ পিএম

ঝালকাঠিতে কয়েলের আগুনে পুড়ে ৮টি গরু ও ১০টি ছাগল ছাই হয়ে গেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ  ঘটনা ঘটে। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ালঘরের পাশে থাকা হাঁস-মুরগির ঘরও পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খড়ে আগুন ধরে। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮টি গরু ও ১০ ছাগলসহ হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়।

খামারি দিলীপ চন্দ্র সমাদ্দার জানান, ‘আমার বাড়ি থেকে খামার একটু দূরে থাকায় কিছুই রক্ষা করতে পারিনি। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।’

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, এক খামারির গরু ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে যাওয়ার খবর পেয়েছি। উপজেলা প্রশাসন থেকে খামারিকে সহযোগিতা করা হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত