মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৩৭ এএম

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এই মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযান চলাকালে সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। এ সময় দুজন হরিণ শিকারি বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গহিন বনে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত