সাতক্ষীরার দেবহাটায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯), একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন (১৩)।
ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার ওই প্রতিবন্ধীকে চিনতো। তারা যোগসাজোশে গত রবিবার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ করে ফেলে রেখে যায়।