বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কলমাকান্দা

শ্রাদ্ধ খেতে এসে হাওরে ডুবে দুই নারীর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় শ্রাদ্ধ খেয়ে বাড়ি ফেরার সময় নৌকা ডুবে দুই নারী মারা গেছেন। রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মোহনগঞ্জ উপজেলার সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা রানী সরকার (৫৯) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দার বড়ইউন্দ গ্রামের পারুল তালুকদারের শ্রাদ্ধের দাওয়াত ছিল। বড়ইউন্দ বাজার থেকে ২০-২৫ জনের মতো যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকা মধ্যনগরের দিকে রওয়ানা হয়। হাওরের কিছুদূর পেরিয়ে গোমাই নদীতে গেলেই স্রোতের তোড়ে কাৎ হয়ে যায় নৌকাটি।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠেন। কিন্তু দুই নারী উঠতে পারেনি। তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদশর্ক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, গোড়াডুবা হাওরে নৌকা ডুবে দুই নারী মারা গেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত