মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শহীদরা আলোচনার টেবিলের কোন পাশে বসবে, প্রশ্ন প্রিন্স মাহমুদের

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। বৃহস্পতিবার সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। তিন দিনে সংঘর্ষে প্রায় ১৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নেমেছেন শোবিজ অঙ্গনের শিল্পী ও নির্মাতারাও। তাদের দাবি, শান্তি চাই। তারা ছাত্রদের প্রাণের নিশ্চয়তা চান। 

কোটা সংস্কারে নীতিগতভাবে একমত সরকার, আমরা আলোচনায় বসতে রাজি আছেন বলে আজ দুপুরে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর এমন মন্তব্যের প্রশ্ন তুলেছেন দেশের জনপ্রিয় গীতিকবি-সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘শহীদ ভাইগুলো আলোচনার টেবিলের ঠিক কোন পাশে বসবে?’

তার সেই পোস্টে অনেকেই সহমত পোষণ করেছেন। পোস্টের মন্তব্যের ঘরে ফাহিম ফয়সাল নামে একজন লিখেছেন, ‘রক্ত নিয়ে আবার কিসের আলোচনা? একটা শান্ত দেশকে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দিল।’ সাদিয়া তাহিন লিখেছেন, ‘টেবিলে বসার সময় নেই। এখন সবাইকে টেবিল থেকে উঠিয়ে দেওয়ার সময়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত