বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেসি বলেছিলেন একদিন আমি ব্যালন ডি'অরে মনোনীত হবো : ইয়ামাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

লামিন ইয়ামাল, স্পেনের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক রাঙিয়েছেন ইউরো জিতে। ইউরোর সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষিক্ত মৌসুমে নৈপুণ্যে অনবদ্য ছিলেন তিনি। বার্সেলোনার ইয়ামালও ছিলেন আলোচনায়।

সেসবের স্বীকৃতিস্বরূপ এবারের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সঙ্গে মনোনয়ন পেয়েছেন নবাগতদের স্বীকৃতি কোপা ট্রফির জন্য। তাকে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ইয়ামাল।

ইয়ামাল জানান, ‘সত্যিটা হলো আপনাকে যদি ইতিহাসের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তুলনা করা হয়, এর কারণ হলো আপনি আপনার কাজটুকু ভালোমতোই করছেন। এই তুলনা আমাকে মোটেও বিরক্ত করে না। তবে এটা নিশ্চিত, আমি সবসময় নিজের মতো থাকতে চাই।’

ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে থাকলেও এবারের কোপা ট্রফি উঠতে পারে লামিন ইয়ামালের হাতে। ব্যালন ডি'অর তালিকায় নিজের নাম নিয়ে ইয়ামাল কথা বলতে যেয়ে মেসির কথা টেনে আনেন। মেসি ইয়ামালকে বলেছিল, ব্যালন ডি'অরে একদিন মনোনীত হওয়ার কথা। 

ইয়ামাল বলেন, 'ব্যালন ডি'অরের প্রার্থীদের তালিকায় নাম দেখে আমি খুব খুশি। আমার মনে আছে মেসি লা মাসিয়াতে আমাকে বলেছিলেন যে একদিন আমিও ব্যালন ডি'অরের জন্য মনোনীত হব। তিনি আমাকে বলেননি এটা কঠিন, তিনি আমাকে বলেছিলেন যে আমি মনোনীত হব কারণ আমি বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলি এবং আমি এটা করতে পারি। এবং এখন আমি তালিকায় আছি এবং আমি আমার আইডলের মতো একদিন এটি জিততে আমি যা করতে পারি তা করব।

ইয়ামালের ব্যালন ডি'অর জয়ের ইচ্ছে আছে। তবে তিনি এও জানিয়েছেন, ব্যালন ডি'অর জিতলেও কেউ মেসি হতে পারবে না। 'এটি (মেসির) তার প্রিয় বল এবং তার আটটি আছে, কিছু খেলোয়াড় আছে যারা শুধুমাত্র একটির স্বপ্ন দেখেন এবং তারা কখনও এটি জিততে পারে না, আপনি সেরা হতে পারেন কিন্তু আপনি মেসি হতে পারবেন না কারণ সেরা এবং মেসির মধ্যে অনেক দূরত্ব রয়েছে।'

 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত