যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মীকে আটক করে থানায় দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য এক কর্মী পলাতক রয়েছে বলেও জানানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ভুক্তভোগী যাত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২ আগস্ট বাংলাদেশ বিমানের এক যাত্রী লিখিত অভিযোগ করে জানান যে, তার ব্যাগে রাখা বিদেশি মুদ্রা চুরি গেছে। এরপর ঘটনার তদন্ত শুরু করে বিমান কর্তৃপক্ষ। তদন্তে ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যাদের পাঁচজনকে পুলিশ দেওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা অর্থ সরানোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছে বলে বিমান কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে, মূল্যবান সামগ্রী, টাকাপয়সা ও অলঙ্কার চেকড ব্যাগেজে না রেখে নিজেদের হাতে থাকা ব্যাগে বহনের জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।