রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চলতি বছর হজ করতে গিয়ে ৩৮ বাংলাদেশি নিহত

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:১১ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবার পর চলতি বছর ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনের সময় বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। রবিবার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ সব তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। ৩৮ জন বাংলাদেশি হাজির মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান। এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ হজ শেষ করে দেশে প্রত্যাবর্তনকারী সংখ্যা ৪২ হাজার ৯৫০ জন। মোট ১০৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৩৭ হাজার ৯৪৪ জন হাজি দেশে ফিরেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত