রাজধানীর মোহাম্মদপুরে সেনা-র্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল। এসময় ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে।
বাড়িটিতে থাকা সিসিটিভি ক্যামের ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটক দিয়ে প্রথমে সেনাবাহিনীর ইউনিফর্মের মতো দেখতে পোশাক পরা ১১ জন প্রবেশ করে। তাদের সঙ্গে র্যাব সদস্যদের ব্যবহৃত কটির মতো দেখতে কটি পরা চারজন ও সাধারণ পোশাকে পাঁচজন ছিল।