মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশে ইসলামের শাসনতন্ত্র চান মামুনুল হক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল–কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি। আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন-সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন বা কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে।

রবিবার রাত ১১টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে এক ইসলামি মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদী জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলব এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 

মামুনুল হক আরো বলেন, সূর্য উদয়ের কিছুক্ষণ আগে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বুঝা যায়- সূর্যের উদয় সন্নিকটে; তেমনি ৫ আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ইসলামি মহাসম্মেলনে বক্তব্য দেন সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী (ভারত), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীসহ বিশিষ্ট আলেমরা। ইসলামি মহাসম্মেলনে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত