বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হারের পর শাস্তি পেলেন উইন্ডিজের দুই ক্রিকেটার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

ব্যাট-বলে দাপট দেখিয়ে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ১০১ রানের বড় জয়ে টেস্ট সিরিজ ১-১ করেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের বিরূপ মন্তব্যে জর্জরিত হতে হয়েছিল। যা নিয়ে বারবার ক্যারিবীয়দের সতর্ক করতে দেখা যায় আম্পায়ারদের। তবুও তারা সংযত হননি।

তাই শাস্তি মিলেছে হারের পর। দ্বিতীয় টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে জরিমানা করেছে আইসিসি।

উইকেট পেয়ে অতি-আগ্রাসী উদযাপনের জন্য পেসার সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট এবং তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই বছরে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

আর বাংলাদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে স্লেজিং বা আক্রমণাত্মক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন সিনক্লেয়ার। বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন সিনক্লেয়ার।

স্লেজিং করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেয়ারকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত