মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শ্বশুরের বিপক্ষে খেলতে হবে না বলেই আনন্দিত আফ্রিদি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে অনেক বছর ধরেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছিলেন শহিদ আফ্রিদি। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তাকে দেখা যাবে অন্য ভূমিকায়। চিটাগং কিংস তাকে মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে। অন্যদিকে শহিদ আফ্রিদির জামাতা পেসার শাহিন আফ্রিদি খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

বিপিএলে অংশ নিতে গত শুক্রবার রাতে ঢাকায় এসেছেন শাহিন আফ্রিদি। পরদিন সংবাদ সম্মেলনে তিনি মজা করেই বলেন, ‘(শ্বশুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা) খুব ভালো ব্যাপার। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না (হাসি)। তিনি মেন্টর হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। পরদিন খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের প্রথম ম্যাচ। এ উপলক্ষে আজ রবিবার বাংলাদেশে আসার কথা শহিদ আফ্রিদির। ব্যক্তিগত জীবনে জামাই-শ্বশুরের সম্পর্ক দারুণ। শাহিন যেমন হাসতে হাসতে বললেন, ‘দুই দিন আগেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত