বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গে কে এই রিয়া? 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

গেল বছরটা শাকিব খানের জন্য বেশ দারুণ ছিল। সেই ধারাবাহিকতায় নতুন এই বছরটাও তার জন্য আশাব্যঞ্জক। কারণ, দুই ঈদে নতুন দুই সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।

ইতিমধ্যে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ সিনেমার মুম্বাই ও কলকাতা অংশের বেশিরভাগ শুটিং সেরেছেন শাকিব খান। আরও কিছু অংশের কাজ বাকি রয়েছে, যা বাংলাদেশেই হবে। 

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ইধিকা পালকে। যদিও এটি পুরনো খবর। নতুন খবর হলো, এই ছবিতে শাকিবের সঙ্গে দেখা যাবে কলকাতার আরও এক নায়িকাকে। ইতিমধ্যেই শুটিংও সেরে ফেলেছেন তিনি। তার নাম রিয়া গাঙ্গুলি, যিনি ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা হিসেবেই বেশি পরিচিত। তাকে দেখা গেছে কলকাতার ‘মিঠিঝোরা’, ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে।

শোনা যাচ্ছে, ছবিটিতে রিয়াকে দেখা যাবে ইধিকা পালের বোনের চরিত্রে। তবে রিয়া বলেন, ‘আমি এখন কিছুই বলতে পারব না। আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।’ 

এও খবর, ভিসাজনিত সমস্যা কাটলে তিনি উড়ে আসবেন বাংলাদেশে। এখানে অংশ নেবেন শুটিংয়ে। এছাড়াও, মুম্বাইয়ে আরও কিছু দিনের শুটিং বাকি।  

শাকিবের সঙ্গে সিনেমা করা নিয়ে বেশ উচ্ছ্বসিত রিয়া। বললেন, ‘মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত