মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

১০ জনের ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় আর্সেনালের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম

দুর্দশা যেন কাটছেই না আর্সেনালের। ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র, কারাবাও কাপের সেমির প্রথম লেগে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হারের পর এবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়তে হলো মিকাইল আর্তেতার দলটিকে।

এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে দ্বিতীয় শটে সুযোগ নষ্ট করেন কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ৫-৩ গোলে টাইব্রেকার ও ম্যাচ জিতে নিয়ে চতুর্থ রাউন্ডে নাম লেখায় ম্যানইউ। গোলশূন্য প্রথমার্ধের পর ইউনাইটেডকে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। ১১ মিনিট পর আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। তবে এই ম্যাচে ইউনাইটেডের জয়ের নায়ক তুর্কি গোলরক্ষক আলতাই বায়িনদির। ম্যাচ চলাকালে ৭২ মিনিটের সময় মার্টিন ওডেগোরের পেনাল্টি শট ঠেকানোর পর, টাইব্রেকারে হাভার্টজকে রুখে দেন তিনি।

১২০ মিনিটের লড়াইয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। সেখানে মাত্র সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা ইউনাইটেড টাইব্রেকারে হাসল জয়ের হাসি। শুটআউটে ম্যানইউ পাঁচ শটের সবগুলোই জালে পাঠায়। আর্সেনাল সফল হয় তিনটিতে। ব্রেন্টফোর্ডকে হারিয়ে নতুন বছরের শুরুটা ভালো হওয়ার পর টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি আর্সেনাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত