যুদ্ববিরতি কার্যকরে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে এমন তিন জিম্মির তালিকা ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস। রবিবার (১৯ জানুয়ারি) ইসরায়েলের গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেওয়া হবে এমন বন্দিদের নামের তালিকা পেয়েছে ইসরায়েল।
টেলিগ্রামে পোস্টের এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে এমন তিনি নারী জিম্মির নাম হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার।
এর আগে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী যেকোনো মুহূর্তে জিম্মিদের তালিকা দেওয়া হবে।
ওই হামাস কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেকোনো মুহূর্তে তিন জিম্মির নাম হস্তান্তর করা হবে। কারিগরি ত্রুটি এবং অব্যাহত বোমা হামলার কারণে তা বিলম্বিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় থেকে বহুল প্রত্যাশিত গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও ১১টা ১৫মিনিটের দিকে তা কার্যকর করা হয়।