বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশেসহ অন্যান্য দেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড

  • গত শুক্রবার ইসরায়েল-মিসর বাদে সব দেশে সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন 
  • ট্রাম্পের সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে সব দেশের জন্য মার্কিন সহায়তা রিভিউ করার লক্ষ্যে ৮৫ দিন এ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় সহযোগিতা স্থগিতের চিঠি পেয়েছে বাংলাদেশ।

আজ রোববার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) এক চিঠিতে এ তথ্য জানায়।  

ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ: যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনঃ মূল্যায়ন ও পুনঃ সামঞ্জস্যকরণ শীর্ষক শিরোনামে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে ইউএসএআইডি জানিয়েছে, জরুরি খাদ্যসহায়তা এবং ইসরায়েল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

গত শুক্রবার ইসরায়েল ও মিসর বাদে সব দেশে সহায়তা তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত