নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ ঘর থেকে পঁচা বিকৃত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ২০ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে তারা স্বপন সরকারের ভাড়াটিয়া বাসায় একটি রুম ভাড়া নেন। ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোনো পরিচয়পত্র রাখেনি। এ জন্য নিহতের নাম পরিচয় বাড়িওয়ালা বলতে পারছে না। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে ওই ব্যক্তিকে রুমের ভেতরে রেখে স্ত্রী পরিচয় দেওয়া নারী বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায়। ওই বাড়িতে আরো যারা ভাড়াটিয়া রয়েছে তারাও বিষয়টি খেয়াল করেনি। সকালে ওই রুম থেকে পঁচা দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙে দেখেন খাটের উপর পঁচা বিকৃত পুরুষের লাশ পড়ে আছে। বিকৃত হওয়ায় নিহতের বয়স ধারণা করা যাচ্ছে না। লাশের পাশেই ইয়াবা নামের মাদক সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।
ওসি আরও জানান, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নাকি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা জানান, স্বপন সরকারের মত অনেক বাড়িওয়ালাই এ ভুল করে থাকেন। এ জন্য এক বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে অন্য বাড়িওয়ালারাও বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের পরিচয়পত্রসহ শনাক্ত করার সকল তথ্য সংগ্রহ করে ভাড়া দিবেন। নয়তো এভাবেই পরিচয়হীন ব্যক্তি বা অপরাধীরা বাসা ভাড়া নিয়ে দুর্ঘটনা ঘটাবে। এতে যেমন এলাকাবাসী আতঙ্কিত হবেন তেমন প্রশাসনকেও পরিচয় শনাক্তের জন্য দৌড়ঝাঁপ করতে হয়।