তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা নয়নতারা ও ধানুশ। বিষয়টি নিয়ে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন ধানুশ। পরবর্তীতে নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা। এবার সেই আইনি লড়াইয়ে ধানুশের কাছে হেরে গেলেন নয়নতারা।
জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধানুশ। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধানুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এই মামলা হয়। মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের 'নাম রাউডি ধান' সিনেমার ফুটেজ
নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।’