বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চৌদ্দগ্রাম

পুর্ব শত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. আতিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আতিক পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে। আতিক চৌদ্দগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। 

মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদার। 

নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আটটার সময়  আতিক সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশি বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে।  এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালিন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত