সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর নির্দেশ বিসিসিআইয়ের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাজপয়ী অধিনায়ক রোহিত শর্মা আর কতদিন খেলবেন? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও কি তাকে দেখা যাবে? অনেকদিন ধরেই তিনি ফর্মে নেই। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানতে চেয়েছে, রোহিত আর কতদিন খেলবেন? ক্যারিয়ার নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী? চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই।

স্থানীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘গত সভায় রোহিতের সঙ্গে নির্বাচক এবং বোর্ডের অন্য কর্মকর্তাদের কথা হয়েছে। তাকে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য বোর্ডের কিছু পরিকল্পনা আছে। বোর্ড চায়, সকলে একই লক্ষ্যে এগিয়ে যাক। সেই কারণেই রোহিতকে তার পরিকল্পনা স্পষ্ট করতে বলা হয়েছে। তবে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর।’

গত বছর লাল বলের ক্রিকেটে একেবারেই ব্যর্থ ছিলেন রোহিত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর খেলেননি ৫০ ওভারের ক্রিকেটও। ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। এই পরিস্থিতিতে তিনি নিজে কতদিন খেলতে চান সেটাই জানতে চায় বিসিসিআই। তবে বিরাট কোহলিকে আপাতত কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি। তার ফর্ম না থাকলেও ফিটনেস দুর্দান্ত। তাই কোহলিকে নিয়ে আরেকটু অপেক্ষা করতে পারে বিসিসিআই।

ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও জিততে পারেনি ভারত। এখন থেকেই তারা ২০২৭ বিশ্বকাপ ঘিরে আগে থেকেই পরিকল্পনা সাজাতে চায় বিসিসিআই। স্বাভাবিকভাবেই দলে পরিবর্তন আসবে। রোহিত এখনও দুই ফরম্যাটে ভারতের অধিনায়ক। তিনি না থাকলে অধিনায়কত্ব নিয়েও ভাবতে হবে। সে কারণেই সময় নিচ্ছে বিসিসিআই। রোহিতকেও সময় দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত