শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শেখ হাসিনার বিচার দাবি শহীদ পরিবারের সদস্যদের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৮ এএম

‘খুনি হাসিনা আমার মতো হাজারো বাবা-মায়ের বুক খালি করেছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। এই খুনি হাসিনার বিচার চাই। আমার ছেলের কী অপরাধ ছিল। বর্তমান সরকারের কাছে আমি খুনি হাসিনার বিচার দাবি করি। তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। আমার ছেলে যে শহীদ হইছে, এটা আমার গর্ব। আমি একজন শহীদের বাবা।’

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্যসংবলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন শহীদ মো. শাহীনের বাবা মো. হাসান আলী। ২০২৪ সালের ১৯ জুলাই হিরাঝিল এলাকায় রেস্তোরাঁর শাটার তুলে মো. শাহীনকে গুলি করে পুলিশ। নিহত মো. শাহীন (২০) নিউ হিরাঝিল হোটেল নামের রেস্তোরাঁয় ম্যানেজার হিসেবে ছিলেন।

অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও আহতরা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। একই সময়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত