গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা। পরে কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৯ টার দিকে গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্ত্বরে জমায়েত হয় ছাত্র জনতা। পরে সেখান থেকে বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল নিয়ে রেলগেট এলাকায় আসে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় তারা ফ্যাসিবাদ, স্বৈরাচার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।