মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নাটোর-৩ আসনে জামায়াত প্রার্থী সাইদুর রহমান 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম

নাটোর-৩ (সিংড়া) আসনে প্রফেসর সাইদুর রহমানকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম নাটোর-৩ আসনে প্রার্থী ঘোষণা করেন। এর আগে গত ২৯ জানুয়ারি কেন্দ্র থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়।

সাইদুর রহমান জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য। তিনি সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

সাইদুর রহমান বলেন, আমাকে নাটোর-৩ (সিংড়া) আসনে প্রার্থী ঘোষণা করায় ধন্যবাদ জানাই। আমি জনগণের জন্য কাজ করতে চাই। বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। যারা এতদিন নির্যাতিত হয়েছেন, হামলা-মামলার শিকার তাদের জন্য কাজ করতে চাই। আমি নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত