সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘শেখ হাসিনার বড় সমস্যা তার দুটি ঠোঁট’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, একজন নেত্রী তার দলের সবাইকে রেখে চলে গেছেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী না। বড় শত্রু হচ্ছে আমাদের আপা (শেখ হাসিনা)। কারণ তিনি তার দলকে পচাচ্ছেন। তিনি তার কর্মীদের আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে। ভারতে নিরাপত্তায় থেকে বলছেন- সে টুক করে বাংলাদেশে ঢুকে যাবেন। এখনো সময় আছে আপনি মেহেরবানী করে সাবধান হন। আপনার (শেখ হাসিনার) বড় সমস্যা হচ্ছে, আপনার দুটি ঠোঁট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনের সামনে শরীয়তপুর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি ভারতকে উদ্দেশ্যে বলেন, সংখ্যালঘুর অজুহাতে যা করছেন সেটা ঠিক নয়। ভারত তার ভুল রাজনীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক নাই। সকলের সাথে খোঁচাখুঁচি করে, তাই নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা তাদের নাই। বাংলাদেশের মানুষ প্রতিবেশীদের সাথে হিংসা করতে চায় না। কিন্তু আপনাদের কারণে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। 

জামায়াতে নায়েবে আমির বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তবে দেখা গেল সেই স্বাধীনতার পূর্ণতা অর্জন করে নাই। আবার ২৪ এর ৫ আগস্ট নতুন করে স্বাধীনতার প্রয়োজন হয়েছে। সৎ এবং যোগ্য নেতৃত্বের পরিবর্তে আমরা অসৎ এবং অযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম। ৭২-এ করা সংবিধান অবৈধ সংবিধান। যারা এ সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য। এই সংবিধান বৈধ হতে পারে না! আমরা পরিষ্কার বলতে চাই ৭২-এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। 

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মুদ্রার এপিটোপিক আমাদের জন্য কোনো কল্যাণ দেবে না। আমি সব দলের প্রতি অনুরোধ করতে চাই। পজেটিভ পলিটিক্স জামায়াতে ইসলামী এদেশে নতুন রাজনীতি করবে। অধিকার, সম্মান, ভালোবাসা ও কল্যাণের রাজনীতি করতে চাই। ৬, ১৮ ও ১৯ দফা না, কিন্তু এক দফা হ্যাঁ। একবার জামায়াতে ইসলামকে দেখেন।

কর্মী সম্মেলনে শরীয়তপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিভিন্ন জেলার আমীরসহ বক্তব্য রাখেন শরীয়তপুরের সাবেক জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর জেলা শুরা সদস্য আতিকুল রহমান কবির, মোহাম্মদ মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর -১ (পালং-জাজিরা) সংসদ সদস্য প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোশারফ হোসেন মাসুদ, শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) সংসদ সদস্য প্রার্থী মন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান এবং এনডিএফ জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মাহামুদ হোসেন বাকাউল, শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, শরীয়তপুর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাওসার ও সেক্রেটারি মাও. মাসউদুর রহমান প্রমূখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত