শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি পাওয়ার স্টেশনে বানরের হানায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আর তাতেই পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, একটি বানর আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য কলম্বো পোস্ট জানায়, পাঁচ থেকে ছয় ঘণ্টা পর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। সে ক্ষেত্রে দেশটির চিকিৎসা প্রতিষ্ঠান ও পানি পরিশোধন প্ল্যান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
২২ মিলিয়ন জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ করেছেন অনেকেই। কেউ কেউ আবার কর্র্তৃপক্ষের সমালোচনাও করছেন। ডেইলি মিরর পত্রিকার প্রধান সম্পাদক জামিলা হুসেইন লিখেছেন, একমাত্র শ্রীলঙ্কাতেই এমন ঘটনা ঘটতে পারে। যেখানে একটি পাওয়ার স্টেশনের ভেতরে বানরের লড়াইয়ে পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ না করলে বারবার বিপর্যয় ঘটার বিষয়ে প্রকৌশলীরা দীর্ঘদিন ধরেই সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, আমাদের একটি লাইনে সমস্যা হলেই পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। এর আগে, সবশেষ ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় দেশ জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল।