সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

যাত্রী কল্যাণের প্রতিবেদন

মোটরসাইকেল দুর্ঘটনায় গত মাসে নিহত ৪৪.৪৬%

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম

দেশে গত জানুয়ারি মাসে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত, ১ হাজার ২৭১ জন আহত হয়। রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত, ২৩ জন আহত হয়েছে। নৌপথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ হওয়ার খবর সংবাদপত্রে মিলেছে। গতকাল সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ এবং প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ২৮৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত ও ২৩৯ জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ, নিহতের ৪৪.৪৬ শতাংশ ও আহতের ১৮.৮০ শতাংশ। এ ছাড়া ১৫৬ বাস দুর্ঘটনায় ১৫৯ জন নিহত ও ৪৫২ আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৩.৬৭ শতাংশ, নিহতের ২৩.৪৯ শতাংশ ও আহতের ৩৫.৫৬ শতাংশ এবং ১৬৩ ব্যাটারিচালিত-ইজিবাই-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ৩৩৬ জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৪.৭৩ শতাংশ, নিহতের ২০.৫৩ শতাংশ ও আহতের ২৬.৪৩ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত