রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালুমহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৪১)। গতকাল সোমবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। ইমরান হোসেন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কালুখালীর চরপাতুরিয়া বালুমহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিত-া হয়। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক ইমরান হোসেন মনিমের ওপর হামলা চালায়।
আহত ইমরান হোসেন মনিম বলেন, ‘বালুমহালের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে বাগ্বিত-া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি এ ঘটনার ভিডিও নিচ্ছিলাম। একপর্যায়ে কয়েকজন আমার দিকে তেড়ে এসে মারধর শুরু করে। পরে অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলাকারীদের আমি চিনতে পারিনি। তবে এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।’
জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন বলেন, ‘এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের অতি দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।’