দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। টানা তিন ম্যাচ জয়ের মাধ্যমে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। পেছনে পড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। যদিও দুই দলই ইতোমধ্যে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে।
আজ মঙ্গলবার ব্রাজিল আজ ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। একইদিনে অন্য ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে ব্রাজিল। সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে গেছে।
কলম্বিয়াকে এই টুর্নামেন্টের ফেবারিট ধরেছিল অনেকেই। গ্রুপ পর্বে তারা ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল। কিন্তু চুড়ান্ত পর্বে এসে তারা ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে। পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।