মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

তিনজনে মিলে বুমরাকে সুস্থ করার চেষ্টা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

ভারতের পেস তারকা জসপ্রিত বুমরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা- তা এখন পর্যন্ত অনিশ্চিত। এদিকে আসর শুরুর আর সপ্তাহখানেক বাকি। বুমরাকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুখে কুলুপ এঁটেছে। এদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বুমরাকে সুস্থ করে তুলতে নাকি তিনজনকে বিশেষ দায়িত্ব দিয়েছে বিসিসিআই।

পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলাসী রাম যুবরাজ বুমরাকে রিহ্যাব করাচ্ছেন। এছাড়া চিকিৎসক নীতীন প্যাটেল ভারতীয় পেসারকে প্রতি মুহূর্তে নজরে রেখেছেন। এই তিনজনের বাইরে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন বুমরার খোঁজ রাখছেন।’

সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে ইনজুরিতে পড়েন বুমরা। এরপর কেটে গেছে পাঁচ সপ্তাহ। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তার সুস্থ হয়ে ওঠা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে বিসিসিআই। দায়িত্বে থাকা ব্যক্তিরা ছাড়া আর কেউই যাতে বুমরার বিষয়ে জানতে না পারেন, সে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

পিটিআই জানিয়েছে, ভারতের অন্যতম সেরা পেসারকে দলে ফেরানোর জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ভারতীয় দল যদি শেষ পর্যন্ত বুমরাকে না পায়, তাহলে একজন পেসারকেই দলে নেওয়া হবে। কারণ, মোহাম্মদ শামি আর আর্শদীপ সিং ছাড়া দলে আর কোনো পেসার নেই। এই সুযোগে কপাল খুলতে পারে হর্ষিত রানার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত