২০১৭ সালে ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। পরে পিএসজি থেকে আসেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে ইনজুরি জর্জরিত ব্রাজিলিয়ান তারকা আল হিলালে সময়টা ভালো কাটেনি। সম্প্রতি নেইমার হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে।
এবার আল হিলালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেভে কালজাদা নেইমারকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য।
কালজাদা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, নেইমারকে আমরা দলে নিয়মিত রাখতেই পারিনি। সে আল হিলালে এসেই ইনজুরিতে পড়ে। তার চলে যাওয়া প্রমাণ করে যে, আল হিলাল এমন কাউকে চাচ্ছিল যার শীর্ষ পর্যায়ের মান ধরে রেখে খেলার সামর্থ্য আছে।’
নেইমার আল হিলালে যোগ দেওয়ায় লিগ ও ক্লাবের মার্কেটিংটাই শুধু হয়েছে বলে মনে করেন কালজাদা। 'ক্লাবের অসাধারণ মার্কেটিং হয়েছে, এটা সত্য। তবে তার আসল কাজটাই তো ফুটবল খেলা। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসলাম যে, প্রত্যাশা পূরণের পর্যায়ে সে আর নেই।'