মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি বিকেলে পাংশার সত্যজিৎপুর ও সদর উপজেলার পাচুরিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি বিকেলে পাংশার সত্যজিৎপুর এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাতনামা (২৮) এক যুবক রেলসেতুর গাডারের ধাক্কায় নিচে পড়ে মারা যায়।’

অন্যদিকে, ‘দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়।’ ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত