সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মিয়া (৩২) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। এর আগে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিউলি আক্তার (৩২) নামে এক নারী মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সুমন রহমান ও শিউলি সম্পর্কে ভাইবোন।

শনিবার সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। অগ্নিদগ্ধের ঘটনায় এখনো শিউলির স্বামী, দুই সন্তানসহ ৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেন ২০ শতাংশ দগ্ধ, মাহাদী ১০ শতাংশ দগ্ধ, ছাকিন ১৪ শতাংশ দগ্ধ, সোহেল ১০ শতাংশ দগ্ধ, সুরাহা ৯ শতাংশ দগ্ধ, সূর্যবানু ৭ শতাংশ দগ্ধ ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত