শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পুলিশি তদন্ত ছাড়া পাসপোর্ট আজ প্রজ্ঞাপন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়নের বিষয়ে প্রধান উপদেষ্টার অনুশাসন মেনে যাবতীয় দাপ্তরিক কাজ শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার এ সংক্রান্ত আইন পরিবর্তনের ধারাটিতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করা হয়েছে। রবিবার  ডিসি সম্মেলনের উদ্বোধনীতে বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টাও জানান, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই হবে পাসপোর্ট। জনগণের দুর্ভোগ লাঘবে প্রধান উপদেষ্টার অনুশাসন বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক দিনের মধ্যে সব দাপ্তরিক বিষয়াদি সম্পন্ন করে। সোমবারই অনুমোদন করা হয় সে পরিবর্তন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূলভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সভায়ও বিষয়টি আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত