রাত পোহালেই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ক্রিকেট দুনিয়ায় চলছে নানারকম ভবিষ্যদ্বাণী। সাবেক ক্রিকেটাররা নিজেদের মত দিচ্ছেন। তেমনই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, এবারের আসরের শিরোপা জিতবে ভারত। সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন অধিনায়ক রোহিত শর্মা।
দীর্ঘদিন রানখরায় ভোগা রোহিত অবশেষে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডও ভালো। এখন পর্যন্ত এই আসরের ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি, চার ফিফটি আর ৫৩.৪৪ গড়ে করেছেন ৪৮১ রান। এক পডকাস্টে মাইকেল ক্লার্ক বলেন, ‘আমার মতে, ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে। সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।’
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আসরে সর্বোচ্চ উইকেট বা রানের দৌড়ে অস্ট্রেলিয়ার কাউকে রাখেননি ক্লার্ক। কারণ, এবারের অজি দলটি দ্বিতীয় সারির। সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে তিনি দেখছেন ইংল্যান্ডের জোফরা আর্চারকে, ‘আমার মনে হয়, আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের। আমি আশা করি না তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।’