বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চসিকের সাবেক কাউন্সিলর জসিমের স্ত্রী কারাগারে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের এ কে খান মোড়ে ‘গ্রিন গুলবাহার টাওয়ার’ নামে ১৪ তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। সাবেক কাউন্সিলর জসিম আত্মগোপনে আছেন, এমন খবরে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতভর নগরের আকবর শাহ থানার ওই টাওয়ার ঘিরে অভিযান চালায় পুলিশ।

রাতভর ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অবশ্য জসিমকে পাওয়া যায়নি। নগরের ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘তাসলিমা বেগম আমাদের থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।  গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। এতে রবিন নামে এক সিএনজি অটোরিকশাচালক গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। 

জসিম চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে তিনি পরিচিত। ২০২৩ সালের ২৬ জানুয়ারি নগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে গেলে জসিম ও তার সহযোগীদের হামলার শিকার হন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী (বর্তমানে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা) সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। তারা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ে ও হুমকি দেয়।

এ ঘটনায় রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় জসিমসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১২ জুন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে জসিমকে ১ নম্বর আসামি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত