শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কুমিল্লায় জয়নুল আবদিন

নির্বাচন দেরিতে হলে আ. লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সংস্কারের নামে বিলম্ব না করে যে নির্বাচনী রোডম্যাপ দেখিয়েছেন সেখানে যাওয়ার পথ দেখিয়ে দেন। দেরি হলে আ. লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে। বিশেষ বাহিনী অনুরোধে ছাত্ররা নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করবে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান। গত ১৬ বছর একটি মিডিয়াও তারেক রহমানের নাম লিখেনি। সেই তারেক রহমান ধৈর্য্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আঁস্তাকুড়ে পতিত হবেন।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে রমজান মাস, কয়জন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন? যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে। কানাডায় বেগমপাড়া বাড়ি করেছে। তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন। যখনি মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখনি সত্য কথা বলবে, যখনি দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখনি তিস্তার পানির হিসাব চাইবে, যখনি আমাদের ওপর অত্যাচারের বিচার চাইবে, তখনি কিছু কিছু লেজুড়বৃত্তিক দল আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত