পাকিস্তানে পণ্যবাহী ট্রাকের বহরে বন্দুকধারীদের হামলায় পাঁচ সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার পর বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি জানায়, ২০ জনেরও বেশি বন্দুকধারী পাকিস্তানের একটি অঞ্চলে খাদ্য সরঞ্জাম বহনকারী কয়েক ডজন ট্রাকের একটি কনভয়কে লক্ষ্য করে আক্রমণ চালায়।
পণ্যবাহী ট্রাকের বহরটি সশস্ত্র পাহারায় আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলার পারাচিনার শহরে যাচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীরা সীমান্তরক্ষী বাহিনীর তিনটি গাড়িতেও আগুন দিয়েছে। হামলার পর হেলিকপ্টার গানশিপগুলো পার্শ্ববর্তী পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায় বলে জানায় ওই কর্মকর্তা। কয়েক দশক ধরে সুন্নি এবং শিয়া মুসলমানদের মধ্যে সহিংসতার কারণে বিপর্যস্ত এই অঞ্চলটি। স্থানীয় কর্মকর্তাদের
মতে, গত বছরের জুলাই থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় ২৫০ জন নিহত হয়েছেন।