বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভারত-নিউজিল্যান্ডকে 'দীর্ঘক্ষণ আটকে রাখাতেই' তৃপ্তি শান্তর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে দুদলেরই এটি ছিল শেষ ম্যাচ। বৃষ্টিতে ম্যাচটি পন্ড হয়ে যায়। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি।

পরে টিভি ব্রডকাস্টার রমিজ রাজার সাথে আলাপকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, "আমি খুব হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের হাত নেই।"

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, "আমরা যেভাবে দুই ম্যাচে দীর্ঘ সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম, সেটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। সঠিক পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা মাঠে প্রয়োগ করতে হবে।"

বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট নিয়ে শান্ত বলেন, "আমরা সবসময় পেস বোলিং ইউনিট নিয়ে লড়াই করেছি। তবে গত কয়েক বছরে অনেক পেসার উঠে আসছে। দেশের মাটিতে কয়েকজন বোলার ভালো করছে। তাসকিন, রানা এসেছে। মোস্তাফিজ আছেন। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমি আশা করি, তারা দলের জন্য সেরাটা দেবে।"

ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে অধিনায়ক শান্ত বলেন, "নেটে আমাদের সঠিকভাবে অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করতে হবে।"

চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচেই বাংলাদেশ দল কিছু ইতিবাচক দিক দেখিয়েছে। তবে ভবিষ্যতের জন্য এখনই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত