বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কোনো জয় ছাড়াই শান্তদের আরও ৩ কোটি টাকা পাওয়ার সুযোগ!

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:৫৭ এএম

চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই প্রায় তিন কোটি টাকা আয় করে ফেলেছে বাংলাদেশ। আজ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায়, তাহলে আরও তিন কোটি টাকা বাড়তি পাবেন নাজমুল হোসেন শান্তরা! আইসিসির একটি নিয়মের কারণেই শান্তদের এই বাড়তি অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। এছাড়া আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা) করে। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে।

এখন পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে হবে ষষ্ঠ। অর্থাৎ, ইতোমধ্যেই বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা চলে এসেছে। এবার যদি ইংল্যান্ড আজ প্রোটিয়াদের কাছে হেরে যায়, তাহলে তাহলে শূন্য পয়েন্ট নিয়েই ফিরতে হবে তাদের। বৃষ্টির কারণে এক পয়েন্ট পেলেও রানরেটে তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।

এই সমীকরণের কারণে সব মিলিয়ে ইংল্যান্ড নেমে যাবে সাত নম্বরে আর বাংলাদেশ উঠে আসবে ছয় নম্বরে। তখন প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি। কোনো ম্যাচ না জিতেও এত আয় যেহেতু হতে পারে, তাই আজ দক্ষিণ আফ্রিকার হয়ে গলা ফাটাতে পারেন শান্তরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত