চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার বিকেলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোররাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের একটি গরুর ফার্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার রূদুরা গুচ্ছগ্রামের মো. ইউনুসের ছেলে ইমরান হোসেন রাসেল (২৫), আবদুল আলীমের ছেলে ফরহান পিয়াল (২৫) ও ডুমুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ছোটন (২৫)।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের একটি গরুর ফার্মে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে গরুর ফার্মের উত্তর-পশ্চিম কর্নারে একটি চটের বস্তার ভিতর রক্ষিত একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।