জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (৫ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা মনে করছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এই প্রশাসন ধারণ করে না। যারা স্পষ্ট উদাহরণ হিসেবে আমরা দেখেছি জুলাইয়ে হামলাকারী দুই শিক্ষার্থীকে জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে। ২৩৩ দিন পার হয়ে যাওয়ার পরেও ১৫ জুলাই আমাদের ভাই-বোনদের ওপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছিল তার বিচার হচ্ছে না। শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে একদিনের মধ্যে মামলা করতে পারলেও জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত মামলা করতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারেনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ারি দিয়ে জিয়া উদ্দিন আয়ান আরও বলেন, আমরা আর একটি দিনও এই মানববন্ধন, বিক্ষোভ করতে চাই না, অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত রিপোর্ট পেশ করে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে মামলা করতে হবে। এর ব্যতয় ঘটলে আমরা বিকল্প প্রশাসনের চিন্তা করবো যারা শিক্ষার্থীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, গণঅভ্যুত্থানের পর যে প্রশাসন দায়িত্ব নিয়েছিল তাদের প্রথম কাজ ছিল জুলাই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক বিষয় যে প্রশাসন শহীদদের রক্তের ওপর দাড়িয়ে দায়িত্ব নিয়েছে তারা জুলাই স্পিরিট ধারণ করেনা। আমরা যখনই প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়ে আসছি তখনই তারা তদন্ত কমিটি করে বিচারের নামে গড়িমসি করেছে। তারা বারবার তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে গড়িমসি করে স্পষ্ট তাদের বাঁচানোর চেষ্টা করছে। সাত মাস পার হয়ে গেলেও সেসব হামলাকারীদের কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। অতি দ্রুত যদি তাদের বিচারের মুখোমুখি না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।