রাজনৈতিক দলের সম্মানে আগামী ১৯ মার্চ ইফতারের আয়োজন করছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার হবে।’
প্রসঙ্গত, রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় ৯ মার্চ রবিবারের ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বিএনপি।