বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পুরস্কার মঞ্চে প্রতিনিধি না রাখায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম

বিতর্ক দিয়ে শুরুর পর বিতর্ক দিয়েই শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফি। ফাইনালের দুই দিন পেরিয়ে গেলেও বিতর্ক থামেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধি না রাখায় চটেছে পিসিবি। আইসিসির কাছে তারা এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

গত রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগতিক দেশ পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিলেন না। টুর্নামেন্ট পরিচালক ও পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমেদ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ফাইনাল ম্যাচ দেখেছেন। কিন্তু তাকে পুরস্কার বিতরণীর মঞ্চে রাখা হয়নি।

ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার জন- আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া ও নিউজিল‍্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ। এই ঘটনায় পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত আইসিসির কাছে এই ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে পিসিবি।

এদিকে ক্রিকইনফো জানিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে থাকার কথা ছিল পিসিবি চেয়ারম‍্যান মহসিন নাকভির। কিন্তু তিনি অসুস্থ থাকায় দুবাই যেতে পারেননি। এদিকে পিসিবি আশা করেছিল, পাকিস্তানের প্রতিনিধি হিসেবে সেখানে থাকবেন সুমাইর। এ কথা তারা আইসিসকে জানিয়েছিল। কিন্তু ফাইনালের মঞ্চে ওঠার আগে একবারের জন্যও আইসিসি বিষয়টি নিয়ে কোনো যোগাযোগ করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত